আজি এ আষাঢ়ে
   শুনি বারে বারে
      গর্জন গুড়ু গুড়ু,
তপ্ত আকাশে
   ঘন মেঘ ভাসে,
      বর্ষা হয়েছে শুরু।
সে কী ঘনঘটা,
   বিদ্যুত ছটা
      আকাশে ঝলসে ওঠে।
তার সাথে সাথে
   পাগলা হাওয়াতে
      এলোমেলো ঝড় ছোটে।
ঘোচে রুক্ষতা,
   ফোটে সতেজতা
      সারা প্রকৃতির বুকে
সবুজ পাতারা
   দেয় যেন সাড়া
      নব তৃপ্তি ও সুখে।
হঠাৎই দুপুরে
   রিমিঝিমি সুরে
      নামে ঝরো ঝরো ধারা,
কখনো নিশীথে
   ছন্দে ও গীতে
      বর্ষা বাঁধন হারা।
বৃষ্টির তানে
   কুঞ্জে বিতানে
      নেচে ওঠে কুহু কেকা।
খর বারি স্রোতে
   নদ নদী হতে
      ঢেকে যায় তট রেখা।
জুঁই চামেলিরা
   গন্ধ মদিরা
      কাননে ছড়িয়ে রেখে
ভাবে বিহ্বল
   উদাসী উতল
      কবিদের যায় ডেকে।
              ------ x -----