হৃদয় নাচে,
     সঙ্গে আছে
         শুধুই দেদার ছন্দ।
থাক প'ড়ে থাক,
      আজ দূরে যাক
         বেবাক দ্বিধা দ্বন্দ্ব।


ছন্দ উঁচু, ছন্দ নিচু
ছন্দিত আজ সকল কিছু
ছন্দরা আজ
          ভাবের পিছু ছুটছে।
রইল এখন  আর কী উপায় !
ছন্দ ধারায় মন যে হারায়
কাব্য লেখায়
           ছন্দ ফুটে উঠছে।


মিল ছড়িয়ে হাসবে কথা
সাজবে কথা, ভাসবে কথা,  
মলিন ব্যথা
         নাশবে কথার ছন্দে।
ধরবে মেলে ছন্দগুলি
মন দোলানো মিষ্টি বুলি
ভরবে ঝুলি
           কাব্য কলির গন্ধে।


ছন্দরা আজ নূপুর পায়ে
নাচবে মনের বনের ছায়ে
মেলবে আলোয়,
            চোখ থেকে যে অন্ধ।
ছন্দিত বোল, তার কলরোল-
তরঙ্গে সব ভাঙবে আগল,
কাজ ভুলিয়ে আজ দিয়ে দোল
খুলবেই যার রয়েছে দ্বার  বন্ধ।


ঝরনা হয়ে ঝরবে মুখর ছন্দ।
           ---------------