বঙ্গভূমিতে এসেছিলে তুমি
          অপার করুণা সিন্ধু,
নিজেকে বিলিয়ে নিঃশেষ ক'রে
          দিয়ে গেলে শেষ বিন্দু।
বিদ্যাসাগর,  সরস্বতীর
          ছিলে তুমি বর-পুত্র।
সত্য-আলোকে ব্যাখ্যা করেছ
          শাস্ত্রের গূঢ় সূত্র।
মহা বিদ্বান, মানব-দরদী
          লক্ষ্যে অটল নির্ভয়,
পথের বাধাকে কৌশলে আর
          সাহসে করেছ ঠিক জয়।
বজ্রকঠোর হয়েও তুমিই
          কুসুম কোমল চিত্ত,
কত অসহায় আর্ত জনের
          সহায় হয়েছ নিত্য।
বুঝেছ অবলা বঙ্গ নারীর
          না বলা বেদনা দুঃখ,
নারী শিক্ষা ও বিধবা বিবাহ,
          পথ দুর্গম ও সূক্ষ্ম।
এগোতে সে পথে হয়েছ দিশারী
          প্রয়োজনে ক'রে যুদ্ধ।
তাই তো বাঙালি হিন্দু সমাজ
          হল নির্মল শুদ্ধ।
বাংলা বর্ণপরিচয়, সে তো
          তোমার হাতেই ঘটল।
সে পথেই ক্রমে এ ভাষার কত
          খ্যাতি ও সুনাম রটল।
আপসহীন ছিলে, তাদের দমাতে
          যারা অসৎ আর ভণ্ড
তুমিই শক্ত সবল করেছ
          বাঙালির মেরুদণ্ড।


হে মহামানব, দান ক'রে গেলে
          যত বৈভব বিত্ত
স্মরণ ক'রে তা শ্রদ্ধায় যেন
          ভরে বাঙালির চিত্ত।
        --------------