আটকা ঘরে লিখতে থাকুন।
কলম ও মন সতেজ রাখুন।


নিত্য কিছু লিখতে থাকুন,
ভাষার রঙে চিত্র আঁকুন।


ভাবুন এবং লিখতে থাকুন,
ঝিমোয় যারা, জোরসে হাঁকুন।


কাব্য ছড়া লিখতে থাকুন
জল সরিয়ে দুধকে ছাকুন।


ছন্দে মিলে লিখতে থাকুন,
শ্রোতাদেরও দুলতে ডাকুন।


মেজাজ খারাপ! লিখতে থাকুন
তাইতে ক্ষোভ ও দুঃখ ঢাকুন।


লেখার সাথে যুক্ত  থাকুন
করোনা ভয়  মুক্ত থাকুন॥
      -----------