এই যে হঠাৎ এমন চরম
মাত্রা ছাড়া পড়ল গরম
সবাই কাহিল, সবাই নরম তাই তো।
অথচ কী মিষ্টি রাগে
এই সেদিনও অল্প আগে
দোয়েল কোয়েল ফুলের বাগে গাইত।


কই সে মধুর স্নিগ্ধ হাওয়া!
যাচ্ছে না তার স্পর্শ পাওয়া,
গ্রীষ্ম তাকে করল ধাওয়া হায় রে;
পড়ল খ'সে সেই ফুলসাজ,
বিদায় নিল তাই ঋতুরাজ-
প্রবল তাপে প্রাণ বুঝি আজ যায় রে।
          -----------------



      “ছড়া মানে”


‘ছড়া মানে বাঁধা বুলি
     প’ড়ে বোকা হাঁদাতে,
ছড়া লেখা হয় শুধু
     ছোটোদের কাঁদাতে।’
অবোধেরা এ রকম
     বলে গোল বাঁধাতে।
ছন্দ বা মিল নিয়ে
     প’ড়ে গিয়ে ধাঁধাতে।
তা না হলে ছন্দের
     সা রে গা মা পা ধাতে
ম’জে গিয়ে ছড়া কেন
     লেখে রবি-দাদাতে?
         ---------