সত্যিই দেখি বিচিত্র এক বাতিক হয়েছে ঠিকই,
নিত্য চিন্তা, চিত্ত ভরাতে নতুন কী কথা লিখি!
গন্ডী আমার এতটুকু তাকে কত আর বড় করি,
যা পারি লিখেছি তবুও কেন যে এখনো লেখনী ধরি!
পদে পদে কাজে ভুল হয়ে যায় কবিতা কবিতা ক'রে,
এলোমেলো কত আঁকিবুঁকি দিয়ে ডায়েরি উঠেছে ভ'রে।
চকিতে কখনো কেউ পড়ে, কেউ পড়ে না লিখেছি কী যে,
অন্ধ মোহতে উল্টিয়ে পাতা মাঝে মাঝে পড়ি নিজে।
এ আসরে এসে প্রতিদিনই দেখি, কবি ও অকবি কত
কাব্য জোয়ারে প্লাবনের মতো লিখে চলে শত শত।
নিমেষে তখন কী যে হয় মনে কী জানি কিসের ঝোঁকে
ছন্দবাণীতে ডানা মেলে দেওয়া স্বপ্নরা ভাসে চোখে।
আবেগে জড়িয়ে ঘাড়ে চেপে বসে কাজ ভুলে যাওয়া নেশা,
না লিখে কোনোই নেই নিষ্কৃতি, এ যেন রক্তে মেশা।
                       ------------