কবি আমি সিধে-সাদা,
লিখি না কবিতা    লাগাতে পাঠক
   পাঠিকার মনে ধাঁধা।
লিখতে ব’সেই
   যত কিছু বিজ্ঞতা
ছন্দের স্রোতে যেন কোথা হতে
   নিমেষে হারায় কোথা!
ভেসে চলে দূরে তখন ভাবের তরী,
সঙ্গী আমার কবিতা মানসী
   কল্পনা সুন্দরী।
চেয়ে থাকি একা তার মুখপানে
   খোলা হাওয়া লাগে পালে,
আমি কবিতার বন্দনা করি
   ছন্দের তালে তালে।
নিমেষে তখন ভুলে যাই যত
   জটিলতা যন্ত্রণা,
হৃদয়ে কেবলই মুগ্ধ ললিত
   ভাবনার আনাগোনা।
কার সাথে কিসে কত মতভেদ
   তখন পড়ে না মনে,
দ্বন্দ্ববিহীন ছন্দের দেশে
   ভেসে যাই অকারণে।
কবিতা আমাকে দেয় যে ভুলিয়ে
   বয়স হয়ে গেল কত,
হেসে খল খল গেয়ে কল কল
   ছুটি বালকের মতো।
তাই তো আমার লেখনীর বাণী
   সচ্ছ সরল অতি,
তা-ই তার পরিণতি।
    -----------