দেহে এলে যৌবন-
গন্ডি পেড়িয়ে দূরে ছুটে যেতে
     উড়ু উড়ু করে মন।
ভীরু ভাবনা ও দুরু দুরু বুক
     হয়ে ওঠে নির্ভয়।
দুর্গম গিরি কান্তার মরু
     ক’রে নিতে চায় জয়।
কী করি কী করি, এই ভেবে মন
     হয়ে ওঠে অস্থির।
নিজেকে তখন মনে হয় মহাবীর।
সম্মুখে কেউ দুস্থ অবলা,
     সমুহ বিপদ যার।
মনে হয় প্রাণে ঝুঁকি নিয়ে তবু
     করি তাকে উদ্ধার।
হৃদয়ে তখন রাঙা কল্পনা
     বিস্তার করে জাল,
জিতে নিতে কোনো কিশোরী হৃদয়
     সাগ্রহে কাটে কাল।
জীবনে তখন হাতছানি দেয়
     হয়তো অধরা প্রেম
বিরহ তখন লাগে সুমধুর,
     যেন নিকষিত হেম।
নবযৌবনে এই ধরণীকে
     লাগে কত সুন্দর,
তরু লতা পাতা সকলি আপন
     নয় নয় কেউ পর।
ব’সে কাল গুনে ভরা ফাল্গুনে
     দেহে এলে যৌবন
গুঞ্জরে অলি, হৃদয় কাননে
     মনে হয় মৌ-বন।
      ---------