তোমার ঐ মুখে যত চেয়ে দেখি
                    এই শুধু মনে হয়
কত যুগ ধ'রে তোমাতে আমাতে
                    জানা শোনা পরিচয়।
চোখদুটি তুলে নব অনুরাগে
            চেয়েছিলে তুমি যেন কত আগে,
অতীতের সেই স্মৃতি মনে জাগে
                    হলে প্রীতি বিনিময়।
কত যুগ ধ'রে তোমাতে আমাতে
                    জানা শোনা পরিচয়।


কোন্ সে জনমে কোন্ নদী তীরে
                    ছিল ছোট খেলাঘর,
কত যুগ বধূ কত-না বিরহে
                    কেটে গেল তারপর।
আবার তোমাকে কাছে ফিরে পেয়ে
              হৃদয়ের বীণা ওঠে গান গেয়ে
এই ভেসে চলা এক তরী বেয়ে
                    এক জনমের নয়।
কত যুগ ধ'রে তোমাতে আমাতে
                    জানা শোনা পরিচয়।
          -------------