আমি     দূরের থেকে সুরের খেয়া
                   বাইব তোমার পানে,
আমি     পৌঁছোতে চাই তোমার কাছে
                   ছন্দে গানে গানে।
            এ গান আমার সঙ্গোপনের,
                   দুঃখ ও সুখ সমর্পণের
            এ গান বিনা প্রয়োজনের
                   না-ই বা খুঁজো মানে।
তবু      দূরের থেকে সুরের খেয়া
                   বাইব তোমার পানে।


          এ গান বাজে নীরব সাঁঝে
                   শান্ত সকাল বেলা,
           নেই এ গানে মন ভোলানো
                   রাগরাগিণীর খেলা।
           সুরের বাহার না-ই বা থাক এর
                   এ গান আমার ব্যাকুল ডাকের,
           আড়াল থেকে পথের বাঁকের
                   ভরসা যেন আনে।
আমি     দূরের থেকে সুরের খেয়া
                   বাইব তোমার পানে।
                   --------------