কাব্যিক কোনো
ভাবনা কখনো
এলেই ঝরানো যায় কি!
চাইলেই প্রাণে
লেখনীর টানে
খুশিকে ছড়ানো যায় কি?


চমক জুড়েই
শব্দ ছুড়েই
কথাকে গড়ানো যায় কি!
মনে হল ব’লে
কবিতার ছলে
শ্রোতাকে ধরানো যায় কি!
                                                              
বহু ঘাম ছাড়া      
গাদ্যিক খাড়া
গিরিকে নড়ানো যায় কি!
দমে লিখলেই            
কারো শিরে সেই        
শিরোপা চড়ানো যায় কি!


বাণী উঁচু নিচু
মিললেই কিছু
বক্ষে জড়ানো যায় কি!
না খুঁজে সে ভাষা
তাল মিল খাসা
বলো, তা পড়ানো যায় কি!


অকবিকে দিয়ে
বার্তা শুনিয়ে
কবিকে ডরানো যায় কি!
ছন্দ না পেলে
গন্ধ না এলে
হৃদয় ভরানো যায় কি?
    ------