আজ কোনো কথা নয়
     মুখোমুখি শুধু ব'সে থাকা,
নির্জনে নিরালায়
     দু'জনের চোখে চোখ রাখা।
মুখের এই ভাষা দিয়ে
     কতই তো হল কথা বলা,
তবু সাধ মেটে কই!
     এখনো তো মন তবু
          আবেগে উতলা।


আজ তাই মনে হয়,
     এই কথা এই গান,
          এই কাঁদা হাসা-
কোনো কিছু দিয়ে বুঝি
     যায় না প্রকাশ করা
          হৃদয়ের গভীরের ভাষা।
তাই তো দু'জনে আজ নিভৃতে নীরবে
বসি খোলা প্রান্তরে মুখোমুখি তবে।
ছড়ানো থাকুক শুধু
     হলুদ সবুজ ঘাস,
          পথের এই ধুলি,
আর এই ঢ'লে পড়া
     চৈত্রের বিকেলের ঝরা পাতাগুলি।
গোধুলির রাঙা রোদ
     নীরবে পড়ুক মুখে এসে,
সে আলোতে আমাদের
     না বলা কথারা যত
          দেখি চোখে ওঠে কিনা ভেসে।
তারপরে ধীরে ধীরে
     আঁধার ঘনিয়ে এলে  
          ডুবে যাবে দিনান্তের রবি।
গভীর এক অনুভবে
     হয়তো বা জেগে রবে
          নির্বাক হৃদয়ের ছবি।
             ---------