কী অঘটন ঘটতে পারে
        যায় না করা guessই-
বল নিয়ে পায় সামনে গোলের
         দাঁড়ায় যদি মেসি।
বিশ্বকাপের রণাঙ্গনে
          প্রত্যেকেই ভালো,
ক্ষিপ্র পায়ে ঝলসে ওঠে
          তীব্র গতির আলো।
হয়তো চূড়ায় পৌঁছাতে চায়
          সবাই সিড়ি বেয়ে,
সেরার ভিড়ে, কও দেখি কেউ
          কম কি কারো চেয়ে!
খেল দেখিয়ে যখন মাঠে
          কেউ হতে চায় দাদা
বিপক্ষ দেয় অমনি তাকে
          পাহাড়-প্রমাণ বাধা।
কোনখানে ফাঁক একটু মেলে
          খুঁজতে গিয়ে তাকে
সব তারকা হয় নাজেহাল
          ছাড়বে কে আর কাকে!
লড়াই লড়াই, তীব্র লড়াই
          বিশ্ব যেন দোলে,
কেমন ক'রে আচমকা কেউ
          বল পাঠাবে গোলে।
নিত্য দিনই চলছে এ রণ,
          কালকে রাতের বেলা-
মেসির নামে হামলে প'রে
          দেখছিল লোক খেলা।
অধৈর্য সব, ঘটল শেষে
          চোখ ধাঁধানো caseই,
বলছে সবাই, সাবাস!
      সেকি গোল ক'রেছে মেসি।
           ------------