সারা দিন ধ'রে         ঝর ঝর ক'রে
         যায় ঝ'রে সে কী বৃষ্টি,
নীলাভ আকাশে        কালো মেঘ ভাসে
         আঁধারে ঢেকেছে সৃষ্টি।


মেলে দুটি আঁখি        একা ব'সে থাকি
         সুদূরে হারিয়ে দৃষ্টি,
ভাবুকের মতো          লিখে যাওয়া যত
         কবিতায় ফোটে কৃষ্টি।


বাজে সারা দিনই        কানে রিনি ঝিনি
         নুপূরের ধ্বনি মিষ্টি,
গুরু গর্জনে               ঘনাল গগনে
         সজোরে সঘনে বৃষ্টি।


যত তরু লতা          পেলো সতেজতা
         সজীব হয়েছে সৃষ্টি।
হল ধরাতল            স্নিগ্ধ সজল
         ভিজেছে মাটির নিচটি।


নব অঙ্কুরে            ওঠে মাটি ফুঁড়ে
         ঝিমোনো গাছের বীজটি,
কবির কাননে         হৃদয়ের কোণে
         জাল বোনে নব সৃষ্টি।
              --------
          "বরষার আয়োজন"