প্রকৃতিতে আজ       বাদলের সাজ
       এসো বৃষ্টিতে ভিজি,
হাতে যত কাজ      না ক'রে তা আজ
       লিখে যাই হিজিবিজি।      
শ্রাবণ গগনে       মেঘ কোণে কোণে,
       সঘন বাদল ধারা-
ঝর ঝর ক'রে      দিকে দিকে ঝ'রে
       হয়েছে বাঁধন হারা।
আহা এ বাদলে      কবি মন ভোলে,
       দোলে ছন্দ ও বাণী,
যেন ঘুরে ঘুরে      নাচে তালে সুরে
       মায়াবী বর্ষা-রাণী।
প্রান্তরে মাঠে        নদী নালা ঘাটে
       জল থৈ থৈ করে,
ঘন কালো মেঘে     অধরা আবেগে
       তবুও বাদল ঝরে।
প্রকৃতির সাথে       ভাবনাও মাতে
       মনে সাধ কিছু সৃজি,
এ ভূবনে আজ      কী মায়াবী সাজ
       আহা, বৃষ্টিতে ভিজি।
        ----------