মদিরার মতো পান করো তুমি
        যতই মিলন সুধা
পুরোপুরি তাতে মেটে কি বাসনা
        মেটে কি প্রেমের ক্ষুধা!
বুঝতে প্রেমের প্রকৃত মহিমা,
        প্রেম কত খাঁটি সোনা
জীবনে কখনো সইতেই হবে
        বিরহের যন্ত্রণা।
বাসা ছেড়ে তাই পরবাসে গেলে
        প্রিয়জন থেকে দূরে
বোঝা যায় মন কতটা ব্যাকুল
        বিরহের সুরে সুরে।
টের পাওয়া যায়, উঠলে হৃদয়ে
        বিরহের বাঁশী বেজে
প্রাণের মানুষ কতটা আপন,
        কতটা কাছের সে যে!
তাই তো বিরহ সইতেই হবে
        মিলনের পাশাপাশি,
সার্থক তবে জীবনে এ প্রেম,
        এত ভালোবাসাবাসি।
     -------