ছন্দ বুঝিনি
খুঁজেও খুঁজিনি
সুললিত ধ্বনি, মিল;
তবু ভাবি নামী
কবি হব আমি
জিতে পাঠকের দিল।


তাই লিখি কত
কবিতার মতো
যখন যা ভাবি তাই,
বহু সন্ধ্যাতে
সে লেখা শোনাতে
নানা জমায়েতে যাই।


কবি ব'লে ডাকে
কেউ মনে রাখে,
বলে, "লিখেছ তো বেশ।"
তাতে অকারণে
এ অবুঝ মনে
ঝরে তৃপ্তির রেশ।


হায় হায় কবি
তুচ্ছ এ সবই,
সাময়িক মোহ তার।
লিখেছ যে কটা
ফোটে কি সে ছটা!
লেখনীতে কই ধার?


যা লিখেছ তা কি
খুলে দেয় আঁখি!
মুছে দেয় গ্লানি সব?
প্রভাতে যে পাখি
করে ডাকাডাকি
ওঠে কি সে কলরব?


পূবে রবি ওঠে
যে আলোক ফোটে
ছোঁয়া দিয়ে চেতনায়-
তোমার লেখনী
গাঁথে কি সে মণি
ছন্দিত কবিতায়!
    -------