ভোরবেলা যে সূর্য ওঠে-
           সন্ধ্যাতে যায় নেমে,
সারা দিনের সব কোলাহল
           আপনিই যায় থেমে।
মাঠের গরু, গোঠের রাখাল
           আর কি চোখে পড়ে?
পথের মানুষ, বনের পাখি
           সবাই ফেরে ঘরে।
এমনি ক'রে দিন চ'লে যায়
           আর একটি দিন আসে,
আবার ঝরে সোনালি রোদ,
           শিশির ঘাসে ঘাসে।
এমনি ধারা আসছে চ'লে
           সেই আদি কাল থেকে,
নেই জানা কে চলার এমন
           ছন্দ দিল এঁকে?
আমরা তো সেই চলার স্রোতে
           একটি ঢেউএর মতো,
মিলিয়ে যাবে সবার স্মৃতি,
           চিহ্ন যেথায় যত।
           ----------