ভাবুক কবি, তাই তো নিজের
               খামখেয়ালের চোটে
তোমার খেয়াল খুশির কথা
               খেয়াল থাকে না মোটে।
হয়তো ভাবি ঘরেই থাকো
              বেশ তো থাকো ভালো।
ভুলেই থাকি,  তোমার ও মুখ      
              কখনও হয় কালো।
ক্লান্তি আসে যখন ছুটে
                আমার পিছু পিছু
মাঝে মাঝে তোমারও চাই
                অন্য রকম কিছু।
কিম্বা ঘরের একঘেয়েমি
                 যখন চেপে বসে
তখন কি মন জুড়ায় কেবল
                কাব্য সুধার রসে !
নিজের ভাবে বিভোর থেকে
                 ছন্দে দুলে দুলে
তোমার অবুঝ সঙ্গী হয়ে
                 সেই কথা যাই ভুলে।
               -----------------