যেদিন আমি থাকবো না আর
                  এই ধরণীর কোণে
হঠাৎ  যদি আমায় কারো
                  পড়ে তখন মনে-
হয়তো তখন  আমার চলার
                  আমার বলার ইতি,
তাই ব'লে কি আমি কেবল
                  হারিয়ে যাওয়া স্মৃতি?
আমারও এই প্রাঙ্গণে রোজ
                  কতই যাওয়া আসা,
থাকবে পথের ধূলায় ধূলায়
                  আমার ভালোবাসা।
আমিও তো মূর্ত হেথায়
                  আর সকলের মতো,
শুনবে কিনা আমার মধুর
                  কান্না হাসি যত !
খুশির দিনে সবাই যখন
                  করবে মাতামাতি
সেই খেলাতে আমিও চাই
                  থাকতে হয়ে সাথী।
চাই না হয়ে থাকতে আমি
                  কেবল অতীত স্মৃতি,
তাই রেখে যাই ছন্দ লেখায়
                  আমার উপস্থিতি।
           ---------------