ভাবনাতে ঢেউ তুলবে কি !
ছন্দ দোলায় দুলবে কি?
মনের ক্ষত,
                  দ্বন্দ্ব যত
আমার মতো ভুলবে কি !


ভাবছি দেখে কালটাকে-
বোঝা কঠিন তালটাকে।
পাচ্ছি না টের
               সেই মানুষের,
ধরবে কালের হালটা কে?


ভুলতে ওসব দ্বন্দ্বকে
হরেক ভালো মন্দকে-
কাব্য করি 
            ছড়া-ই গড়ি,
আঁকড়ে ধরি ছন্দকে।
         ---------------