আসছে পুজো আসছে-
সেই খুশিতে ভাসছে ভুবন,  
আকাশ মধুর হাসছে।
মাতছে খোকা, মাতছে খুকি
বাইরে ঘরে সবাই সুখি,
শরতে রোদ মারছে উঁকি
সোনার কিরণ ঢালছে।
শিশুর প্রাণে, বুড়োর মনে
খুশির প্রদীপ জ্বালছে।


মাঠের ধারে নদীর পাড়ে
কাশের রাশি দুলছে,
বাতাস যেন চতুর্দিকে
খুশির লহর তুলছে।
গেছে প্রবল বৃষ্টি থেমে
প্রখর তাপও আসলো নেমে,
হিংসা ভুলে, ভক্তি প্রেমে
সবার হৃদয় গাইছে।
ভক্ত-হৃদয় দুর্গা মায়ের
প্রসাদ-কণা চাইছে।


শাঁখের ধ্বনি,  ঢাকের কাঠির
আওয়াজ দ্বারে হানছে।
দূর প্রবাসীর আকুল হৃদয়
ঘরের পানে টানছে।
খুশির বীণা বুকের মাঝে,
সাজবে সবাই নতুন সাজে,
গরিব ধনী মানবে না যে
এক সাথে সব মাতবে।
পুজোর ক'দিন সবাইকে এক
প্রীতির সুতোয় গাঁথবে।
         -------------