কেবলই পুজোর মন্ডপে নয়, ঘরে ঘরে জাগো দুর্গা,
পথে ঘাটে ঘোরা অসুর নিধনে উঠে প’ড়ে লাগো দুর্গা।
কেন খুশি হও আগমনী গানে আর কাশফুলে দুর্গা !
দশভুজা হয়ে ত্রিশুল শানাতে গিয়েছ কি ভুলে দুর্গা?
অসুর নিধন ক’রেছিলে তুমি সেই কোন্ কালে দুর্গা।
রক্তবীজেরা আবার জেগেছে, দ্যাখো না কি হালে দুর্গা !


এক দুর্গাতে হবে না দমন অসুর যত্রতত্র।
মুখোশের পিছে অচেনা অসুর গজিয়েছে সর্বত্র।
হে মমতাময়ী বোনেরা মেয়েরা, থাকবে এখনো চুপ কি !
আজও দেখাবে না দনুজদলনী দুর্দমনীয় রূপ কি?


চাও যদি পারো তোমরাই হতে অসুরনাশিনী দুর্গা,
ভুলো না তোমরা অভয়াশক্তি-বলপ্রদায়িনী দুর্গা।
নও কো অবলা, তোমরা সবলা, ঘরে ঘরে থাকা দুর্গা।
এই দুর্দিনে রবে কি এখনো গুণ্ঠনে ঢাকা দুর্গা?
                ---------------