আশ্বিনে সুবাতাস বহে মৃদু-মন্দ,
মহালয়া নিয়ে এলো পুজো পুজো গন্ধ।
খোকা খুকী মহা সুখী, সে কী উৎফুল্ল!
বিরূপতা ব্যস্ততা, বড়রাও ভুলল।
বিস্তৃত নীলাকাশে মেঘমালা ভাসছে,
মনে হয় প্রতিমার মুখ যেন হাসছে।
রাশি রাশি সাদা কাশে ছেয়ে আছে প্রান্ত,
আকাশে বাতাসে বাজে আগমনী গান তো।
জনপদে পুরবাসী নব সাজে সাজবে,
ঝলমলে মণ্ডপে ঢাকে কাঠি বাজবে।
অন্তরে ভক্তি ও প্রেম প্রীতি ঝরবে,
ভেদ ভুলে সকলেই সখ্যতা গড়বে।
সমারোহে মহামায়া আসে, তারই ছন্দে-
বাঙালীর মন নাচে আহা কী আনন্দে !
            -----------