স্তব্ধ আঁধার রাত পেরিয়ে
          নিত্য ভোরের পাখি
ঘুম ভাঙ্গানি মিষ্টি স্বরে
          করলে ডাকাডাকি-
প্রথম রাঙা রবির কিরণ
          দেখতে পাব ব'লে
খোলা হাওয়ায় বাইরে এসে
          দাঁড়াই প্রভাত হ'লে।
পূবের আকাশ রাঙিয়ে দিয়ে
          ভোরের রবি ওঠে,
সকল আড়াল উন্মোচনের
          আভাস যেন ফোটে।
তনু মনে তখন কী এক
          স্নিগ্ধ পরশ লাগে,
সারা আকাশ ব্যাপ্ত হয়ে
          আনন্দ সুর জাগে।
তখন ভাবি কাল যা ছিলাম
          আজ কি তেমন আছি!
নতুন দিনের মতো আবার
          নতুন ক'রে বাঁচি।
         ----------