কাব্য ছেড়ে নাবব ছড়ায়,
লিখব এবং ভাবব ছড়ায়।
কথার ফাঁকে     ছন্দ থাকে
চাইছি তাকে ছাপব ছড়ায়।
কাব্য এখন গদ্যে ভরা
ছন্দ ক'রে যায় না পড়া,
যত্নে কলম তাই তো ধরা
এই ছড়া মিল ছন্দ গড়ায়।
হইনি রত        বিজ্ঞ যত
কবির মতো কাব্য করায়।


লেখক আমি     অল্প দামী,
না হই নামী, নাবব ছড়ায়।
          -------------