বেশ কটা দিন সবাই পূজার
            গন্ধে এসে জুটি,
ফুরালো সেই গন্ধ এবার,
            ফুরিয়ে গেল ছুটি।
ছুটোছুটির আবার শুরু,
            আবার লেখা পড়া।
স্কুল কলেজে নিয়ম মেনে
            বই খাতা পেন ধরা।
সকাল বিকেল যখন খুশি
            নতুন সাজে সেজে
শুনব না আর ঢাকের আওয়াজ  
             উঠছে কোথায় বেজে।
আর হবে না  যখন তখন
            আনন্দে দল বেঁধে  
ঠাকুর দেখা আলোর মেলায়            
            রঙের খেলায় ধেঁধে।
বিসর্জনের বাজনা শুনে
            তাই গোটা দিন ধ'রে
ব'সে আছি উদাস বিধুর
            বিষাদে মন ভ'রে।
উঠতে হবে, ছুটতে হবে
            আবার গতির রথে,
মায়ের প্রসাদ সঙ্গে নিয়ে
            এগিয়ে যেতে পথে।
মনের কোণে এই আশাটি
            হয়তো জেগে রবে
আসছে বছর দুর্গা মায়ের
            আবার পুজো হবে।
                -----------