কবি মানে জ্ঞানী, কবি মানে গুণী
       কবি আগামীর দ্রষ্টা,
খাঁটি কবি হয় সত্যিই মহা-স্রষ্টা।
সৃষ্টি সুখের উল্লাসে কবি
       ভুলে যায় ছোটো স্বার্থ,
নিজেকে ক্ষুদ্র বন্ধনে বেঁধে
       রাখতে পারে না আর তো।
মহাজীবনের সুমহান ডাকে
       মুখরিত থাকে চিত্ত,
বীণাতারে তার সুললিত বাণী
       ঝংকৃত হয় নিত্য।
চিরদিন তার ফুটে ওঠে চোখে
       যেটা সুন্দর সত্য,
জানে না দেখাতে অহেতুক আনুগত্য।
কবির হৃদয় চির নির্ভয়
       নির্লোভ নিরাসক্ত,
পাঠক পাঠিকা তাই তো কবির ভক্ত।
কবির বাণীতে ফুটে ওঠে আশা
       মেলে শক্তি ও ভরসা,
কবির ছন্দে তৃষিত হৃদয়ে
       ঝরে সুশীতল বর্ষা।
তাই লিখিয়েরা, যারা কবি-যশ প্রার্থী-
শুদ্ধ হৃদয়ে ফুটে থাকে যেন  
       সেই সুমহান আর্তি।
         -------------