(নামের ঘ্রাণে/পাঠক টানে)


উঠোনটা বাঁকা লাগে
          নাচতে না জানলে,
এ জীবন বিস্বাদ
          বাঁচতে না জানলে।
নিজেই বলুন দাদা
          সাবান ঘ'ষেও গাদা
কাপড় হবে কি সাদা
          কাচতে না জানলে !
উঠোন বাঁকাই লাগে
          নাচতে না জানলে।


গোমড়া দেখায় মুখ
          হাসতে না জানলে,
প্রেমিকা মেলে না
         ভালোবাসতে না জানলে।
গড়মিল ক'রে ফেলে
          অজুহাত বহু মেলে,
পুড়বেই মাছ তেলে
          ভাজতে না জানলে।
উঠোনটা বাঁকা লাগে
          নাচতে না জানলে।
            ---------x--------