ছড়া লিখে লিখে দশা
        হলো না তো মন্দ।
সব কথাতেই খুঁজি
        তাল মিলিয়ে ছন্দ।
যেখানেই দেখি যাকে
        জোর ক'রে ধ'রে তাকে
যা লিখেছি এক ফাঁকে
        শোনাতে আনন্দ।
ছড়া লিখে দশাখানা
        হলো না তো মন্দ !


হয়ে গেছে নেশা, একে
        কী ক'রে বা ছাড়ব !
ভাবি আরো সুন্দর
        লিখতে কি পারব !
অনেকেই জোর ক'রে
        জিতছে মুখের জোরে,
তা হলে লেখনী ধ'রে
        আমি কেন হারব?
ছন্দের এই নেশা
        কেন তবে ছাড়ব !
          ------×------