লিখছে কতই, টিকছে কোথায় !
          তাই তো চেয়ে রই -
আঁখিতে যার স্বপ্ন আঁকা
          তেমন কবি কই?
কার কাছে পাই সোনার খনির
          রতন মণির খোঁজ
রাতের তারা একলা কাকে
          ডাক দিয়ে যায় রোজ !
ভাবের পাথার বিস্তৃত কার
          অনেক অনেক দূর।
এই আমাকে শোনায় বা কে
          মোহন বাঁশীর সুর !
নিত্য তুলে দীপ্ত বাণীর
          আনন্দ ঝংকার
মন দোলাবে, বেজেই যাবে
          ছন্দ-বীণা কার?
রোদ ঢলেছে, পেরিয়ে গেছে
          প্রভাত আমার, যাক।
পরন্ত দিন ধুসর মলিন,
          ধরল চুলে পাক।
তাই চেয়ে রই, কই গো সে কই
          অচিন পুরের লোক -
অন্তরে যার সারল্য আর
          সতেজ দু'টি চোখ।
কোন্ নবীনা কিম্বা নবীন -
          পূব পানে যে চায়,
ভবিষ্যতের নতুন পথের
          ছন্দটি যার পায়।
           --------×--------