কলম ধ'রে কাব্য ক'রে
            এই তো আশা রাখি
চাইলে তবে শব্দ হবে
            বাধ্য পোষা পাখি।
যেথায় যাকে মানায় তাকে
            এক নিমেষে ধ'রে
পোষ মানাব, মজাও পাব
            ছন্দ যাব গ'ড়ে।
শব্দ নিয়ে গড়গড়িয়ে
            মিল ছড়িয়ে দিয়ে
খেলব আমি, সস্তা দামী
            সব কথাকে নিয়ে।
মনের সুখে হয়তো মুখে
           বলছি কতই কথা,
ভাবের ঘোরে কথার তোড়ে
           ভাঙছি নীরবতা।
ইচ্ছে মতো শব্দ যত
            ফোটাই মুখে ঠিকই,
কলম ধ'রে কেমন ক'রে
            যেমন খুশি লিখি !
কোন্ কথাটি মানায় খাঁটি
            কোন্ কথাটির পরে
কী রস দিলে ছন্দ মিলে
            কাব্য হয়ে ঝরে -
সেই জাদু যে পেলাম খুঁজে
           কলম নিয়ে হাতে
ঘাম ঝরিয়ে, মূল্য দিয়ে
            অনেক সাধনাতে।
           ---------×---------