আবেগে ও অনুরাগে লিখে কোনো কাব্য
থাকা দূরে দূরান্তে কবিরা কী ভাবব ?
সাধের ছন্দ-বাণী
                   সাধনার ধনখানি
যত্নে আগলে বুকে পথে পথে নাবব !
 আবেগে ও অনুরাগে লিখছি তো কাব্য।


সূক্ষ্ম এ অনুভূতি পায় যাতে মূল্য
বুঝি সেই লক্ষ্যেই এ আসর খুলল।
আমাদের সৃষ্টিকে
                  মেলে দিতে দিকে দিকে
এ আসর মরমীয়া বন্ধুর তুল্য।
যে বুঝেছে কোণে পড়া কবিদের মূল্য।


প্রাণে ঢেউ লেগে যেই ছন্দকে গড়ছি
হৃদয়ের পাত্রকে সুধা রসে ভরছি
অমনি সে কবিতাকে
                  একটু কাজের ফাঁকে
প্রিয় এই সাইট খুলে ত্বরা পোস্ট করছি।
যেই কোনো ছন্দ বা কবিতাকে গড়ছি।


নিমেষে তা পৌঁছোবে ঈপ্সিত লক্ষ্যে,
প'ড়ে যাবে দূরে থাকা পাঠকের চক্ষে।
একের মানস ছবি
                  দেখবে আর এক কবি
অমনি তা ঢেউ দেবে অপরের বক্ষে।
বাঁধা প'ড়ে যাবে তারা সুমধুর সখ্যে।


এ আসর চাই আরো হোক সমৃদ্ধ
করতে এ  কবিদের সাধনায় সিদ্ধ।
আজ যে নবীন কবি
                    হতে পারে কাল রবি,
আসুক কিশোর যুবা, যে বা কবি বৃদ্ধ।
কবিতার এ আসর হোক সমৃদ্ধ।
           -----------×-----------