তারা লিখে যাক মস্ত কবিতা, 
               বড় বড় ফিলজফি
যারা পেতে চায় সেরার শিরোপা,
               জিতে নিতে চায় ট্রফি।
অধুনা যারা এ     কালের পুরোধা,
               লেখনীটি নিয়ে তারা -
নতুন ভাবের আলোড়ন তুলে
               পুরনোকে দিক নাড়া।
মিঠে ছন্দকে ভেঙে দিলে দিক
               কঠোর শব্দাঘাতে
যুগ-উপযোগী ভাষা খুঁজে নিক
               রাস টেনে নিয়ে হাতে।
আমি তো পারিনি পা মিলিয়ে সেই
               পথের পথিক হতে
আমি ভেসে চলি ছন্দ-মথিত
               আদি পুরাতনী স্রোতে।
তাই কবি-মন নেচে ওঠে আজও
               শ্রাবণ ধারার রাতে
হৃদয় কুঞ্জে গুঞ্জরে অলি
                ফাগুনে ফুলের সাথে।
অতি আধুনিক,     ভাঙা গড়া নিয়ে
               যাদের এগিয়ে চলা
অভিনন্দন জানিয়ে তাদের
               এটুকুই শুধু বলা -
তাদের পাঠক হোক অগণিত,
               তারা কবি শিরোমণি।
তৃপ্ত আমি যে পাঠক আর শ্রোতা
               মিললে দু'চার জনই।
               ---------×--------