খেয়ালে যা লিখি তাকে
    প'ড়ে কেউ কবি ডাকে,
        কেউ কেউ বলে বা অকবি।
হতে পারে, যা লিখি তা
      তুচ্ছ ও  এলোমেলো সবই।
তবু কেন লিখে যাই
      কেন মনে এত ব্যাকুলতা !
জ'মে আছে অন্তরে
       কী এমন  কথা?
কী তার  জবাব দেব,  
      নিজেই কি ভালো ক'রে জানি !
কে কোথায়  দূর থেকে
        অকারণে করে কানাকানি।
দিন রাত কেউ যেন
       এমনই উতলা ক'রে রাখে -
সংসারে  যত দায়
        সেই কাজে মন কই থাকে !
একথাও ভুলে যাই
        আমার ক্ষমতা এতটুকু,
হায় আমি রবি নই,
        নই মিয়া দুখু।
কিসের নেশায় যেন
        অকারণে ছটফট করি,
প্রকাশের বেদনায়
        অক্ষম লেখনীটি ধরি।
কিছুতে পারি না হায়
         হৃদয়ের আকুতিকে
               লেখায় ফোটাতে পুরোপুরি,
তবুও চয়ন করি
         জীবন প্রান্ত থেকে
                 এক দুটি নুড়ি।
সেটুকুই সঞ্চয়,
          সে আমার জীবনের সবই।
তাতে কবি হ'লে হব,
          খেদ নেই হলেও অকবি।
             ----------x---------