আপনি যে ধন পাইনি আমি
            রই যে তারই খোঁজে।
হায় রে মোর এই অপূর্ণতার
            কষ্ট ক'জন বোঝে !
দেখলে, আছে অনেক কিছুই
            হয়তো আমার কাছে,
এ সংসারে অনেক লোকই
            দৌড়বে যার পাছে।
সার্থকতা খুঁজতে গিয়ে
            অনেকে অন্তরে
প্রতিষ্ঠা পদ আর পরিজন-
            এই তো আশা করে।
অল্প বেশি সব পেলেও
            সংসারে যা দামী
গহন মনে এই হাহাকার-
            পাইনি কিছুই আমি।
এই জীবনে মিটল কোথায়
            সৃষ্টি সুখের আশা
কন্ঠে আমার কোথায় সে সুর !
            কই লেখনীর ভাষা !
মেটাতে এই অপূর্ণতা,
            দৈন্য আমার যত
দ্বারে দ্বারে বেড়াই ঘুরে
            ঠিক চাতকের মতো।
খুঁজে বেড়াই কোথায় জ্ঞানী
            আছে কোথায় গুণী,
ব্যাকুল হয়ে অমৃতময়
            কন্ঠ তাদের শুনি।
কারুর কাছে সুর খুঁজে পাই
            কারুর কাছে বাণী।
দেখি নিবিড় নিষ্ঠা ভরা
            কারুর সাধনখানি।
নম্র শিরে এমনি ক'রেই
            শূন্য হৃদয় ভরি।
নগণ্য এই মানব জনম 
            ধন্য আমি করি।
            --------------