.       (On the way from
      Bangkok to Kolkata) 


আড়াইশ জন যাত্রী তুলে নিয়ে
প্লেন চলেছে শুন্যে আকাশ দিয়ে।
হাওয়ায় হাওয়ায় প্রবল কাঁপন লেগে
প্লেন ছুটেছে তীব্র ভীষণ বেগে।
মস্ত প্লেনের উড়ান মহাকাশে,
যাত্রীরা সব গল্প করে হাসে।
কিন্তু এ যান ধরার ধুলি ছেড়ে
নভে খেলার যন্ত্র হয়ে ফেরে।
অসীম আকাশ, তার বুকে এই গতি
দেখলে ভেবে, ক্ষুদ্র সে তো অতি।
এক নিমেষের হঠাৎ কোনো ভুলে
টলমলিয়ে উঠলে জাহাজ দুলে
যাত্রী যত রয়েছে এই যানে
থাকবে না তার চিহ্ন কোনোখানে।
সে সব ভুলে তবুও এই চলা
সাহস ক'রে এই কথাই বলা -
যন্ত্র-যুগে চাই যে আরো গতি
ঘটলে ঘটুক একটা দুটো ক্ষতি।
           -----------------