হয়তো আমি জাত কবি নই,
           স্বভাব কবি।
কাব্যাকাশে এক ফালি চাঁদ,
          নই কো রবি।
যারা মহৎ কাব্য লেখে
মুগ্ধ চোখে তাদের দেখে
এখান থেকে ওখান থেকে
          নিচ্ছি সবই।
জাত কবি নই,
হয়তো নিছক স্বভাব কবি।


কাব্য ছড়া তাই যা লিখি
           সামান্য তা,
কই সেখানে ঝলমলে সেই
            উজ্জ্বলতা !
সহজ মনের ভাবনা নিয়ে
কথার মিঠে মিল মিলিয়ে
ছন্দ গেঁথে যাই শুনিয়ে
           পেলেই শ্রোতা।
মনের ঝোঁকে যা-ই গ'ড়ে যাই
            সামান্য তা।


তবুও রোজ লিখতে বসি
             স্বভাব বশে,
ডুব দিয়ে রই চলতি কথার
             কাব্য রসে।
সুপ্ত মনের আবেগ যত
আপনি ফোটে ফুলের মতো,
তাই ভাবি না ধন্য কত
             বলল দশে।
কাব্য করি
নিছক মনের স্বভাব বশে।
         --------------