ছোঁয়াবে যেদিন তোমার চরণ ধূলি
কাননে আমার ফুটবে কুসুমগুলি।
শাখে শাখে যত কুঁড়ি ধ'রে আছে
        তোমার করুণা প্রভু তারা যাচে,
কোনো শুভ ক্ষণে তুমি এলে কাছে
        হাসবে প্রতিটি ফুলই।
ছোঁয়াবে যেদিন তোমার চরণ ধূলি।


বলো বলো প্রভু আসবে সেদিন কবে
করুণা ধারায় বাসনা ধন্য হবে।
শুষ্ক ধূসর এ ভূমির 'পরে
         বিরহ কাতর এই প্রান্তরে
তোমার পায়ের ছোঁয়া যদি পড়ে -
         সকল না পাওয়া ভুলি।
দেবে গো যে দিন তোমার চরণ ধূলি।
                ----------------