হয়তো বা কেউ বলতে পারে
         কী আসে যায় নামে !
দেখছি তবু নামের গুণেই
         ফারাক যে হয় দামে।
নাম যদি হয় গদাই কারো
         সদাই লোকে ভাবে -
তেমন কি আর মিলবে কিছু !
         ওর কাছে কে যাবে?
সেই নামই হোক অদৃজা বা
         সৃজন গোছের কিছু
তখন কত মানুষ জনে
         ঘুরবে পিছু পিছু।
গদাই যে রামকৃষ্ণ রূপে
         ওঠেন ঠাকুর হয়ে
সেই কথাটি কেউ ভুলেছে,
         কারুর গেছে সয়ে।
যেমনই হোক, এখন সবাই
         নাম শুনেই ছোটে।
নামেই প্রথম গুণ বিচারে
         নামের মোহে জোটে,
কজন খোঁজে গুনের প্রকাশ
         মস্ত সুনাম বিনা !
আগেই দ্যাখে লেখক বা সেই
         শিল্পী নামী কিনা।
এমন কি এই কাব্য, তাও
         নতুন প্রকাশ হলে
পড়ার আগে নজর কাড়া
         নামেই পাঠক ভোলে।
যত্ন ক'রে যা-ই লেখা হোক,
         নাম দেওয়াতেই খেলা।
নামটি কানে উঠলে বেজে
         জুটবে পাঠক মেলা।
               ----------------