এসেছে আষাঢ় এসেছে,
আকাশের গায়ে
   তমসা ঘনায়ে
ঘন কালো মেঘ ভেসেছে।


জ্যৈষ্ঠে নিদাঘ শুষ্ক গরমে
রুক্ষতা আর ক্লান্তি চরমে,
তৃষিত প্রকৃতি নীরবে মরমে মরেছে।
আজ পৌঁছিয়ে প্রথমা আষাঢ়ে
দেখে ছায়া ঘেরা এ ঘনঘটারে
বরণ সকলে সমারোহে তারে করেছে।
থেকে থেকে ওঠা গুরু গর্জনে
কচি বুড়ো যুবা যুবতীর মনে
আশা ও পুলক জাগে ক্ষণে ক্ষণে কত যে।
স্নিগ্ধ শীতল উতলা বাতাসে
লাগে দোল যেন নব উচ্ছাসে,
কবির হৃদয়ে বাণী ভাসে অবিরত যে।
আপনার ভারে হয়ে দিশাহারা
ঘন মেঘ ঘোরে গগনেতে সারা,
ঐ বুঝি নামে  অবিরল ধারা সজোরে।
যা কিছু ভাবনা, যত গৃহ কাজ
যেন কী আবেশে ফেলে রেখে আজ
এ আষাঢ়ে পড়ে বাদলের সাজ নজরে।


অসহ প্রখর দাহ অবসানে
রুনুঝুনু সুরে রিমিঝিমি গানে
বর্ষা রাণী যে হেসেছে।
ছায়া আবৃত সুধা সিঞ্চিত 
এসেছে আষাঢ় এসেছে।
        ---------