ভাবি মাঝে মাঝে      এ ভিড়ের মাঝে
            আমার এই চলা কিছু নয়।
এ জগতে আমি         কতটুকু দামী !
             বিশেষ কী আছে পরিচয়?
জগতে নিয়ত           আসে অবিরত
             কত অগণিত জনগণ।
ভেবে কারো কথা      নেই ব্যাকুলতা,
             উৎসুক নয় কারো মন।
কত কে এসেছে,        খেলেছে হেসেছে,
              সৃষ্টি তেমনই বহমান,
মেতে ধরণীতে          খুশিতে ও গীতে
              মিলাল অতীতে কত প্রাণ।
আরো কত জনে        হেথা আগমনে
              তুলে যাবে মহা কোলাহল।
ক্রমে বেড়ে উঠে        কত জনে ফুটে
              হবে মুকুলিত শতদল?
সব ফুল ঝ'রে            এ ধুলিতে প'ড়ে
              হয়ে যাবে শেষে ধুলিময়।
ছন্দে দু'কলি              আমিও যা বলি
              দুদিনেই তা কি হবে লয়?
             -----------------