অনুরাগী হয়ে
আমার কবিতা
কেউ কেউ পড়ে হয়তো।
কারো সেই লেখা
লাগলেও ভালো
সকলের প্রিয় নয়তো।    


কোন্ পাঠকের
কী রকম রুচি
ভেবে জাগে সংশয় তো,
কত কী লিখেছি,
করতে পেরেছি
সত্যিই মন জয় তো !


হৃদয়ের কথা
কবিতায় গেঁথে
তাই মনে জাগে ভয় তো,
লেখার সে জাদু
কার কাছে যাচি
যা জোগাবে প্রত্যয় তো।


পাঠক না যদি
পড়ল কবিতা
শক্তির বৃথা ক্ষয় তো।
কাজ ফেলে রেখে
হল ব'সে থেকে
সময়ের অপচয় তো।


তাই ভেবে মরি,
যত যা-ই করি
নয় সবই     নয় ছয় তো !
ছন্দে যা বলি,
দুই চার কলি
আহা, ঠিক স্রোতে বয় তো !
         ---------