আসছে পুজো আসছে,
দূরের খোলা প্রান্ত জুড়ে
       কাশের রাশি হাসছে।


আসছে পুজো আসছে,
তাই তো সাদা মেঘের ভেলায়
        রঙিন খুশি ভাসছে।


আসছে পুজো আসছে,
দোকান পাটে বেচা কেনার 
       হিড়িকে লোক ঠাসছে।


আসছে পুজো আসছে,
বিভেদ ভুলে সবাইকে কি
       সবাই ভালোবাসছে?


আসছে পুজো আসছে,
এই সমাজের পাঁজরখানা
       কষ্টে কেন কাশছে?


আসছে পুজো আসছে,
হায় শুভ বোধ মানব মনের
         অসুরকে কি নাশছে !


আসছে পুজো আসছে,
কঠোর ষড়যন্ত্রে কেন
         দুর্বলেরা ফাঁসছে?


কেমন পুজো আসছে ?
মানুষ নিধন যজ্ঞে যদি
        রক্তে সড়ক ভাসছে !


পুজোই যদি আসছে -
দেখতে যেন পাই তবে মা
        দুষ্কৃতীদের নাশছে। 
              --------------