মনের কথা বলা আমার না-ই বা হল প্রিয়,
তুচ্ছ সে তো, নিজের মতো নিজেই বুঝে নিও।
তোমার ভাবের ব্যাপ্তি মাঝে
                    প্রবেশ কি আর আমার সাজে !
নিজের কথা শঙ্কা লাজে ঢাকতে আমায় দিও।
মনের কথা বলা আমার না-ই বা হল প্রিয়।


আলোর মতো পড়বে ঝ'রে তোমার যত বাণী,
আমার কথা, নগণ্য তা, মূল্যবিহীন জানি।
বিরাজ তোমার রবির মতো
                         মলিন কিরণ আমার যত,
কেমন ক'রে তোমায় দেব আমার পরশটিও।
মনের কথা বলা না হয় না-ই বা হল প্রিয়।
           ------------------