শিলং পাহাড়ে
এসে একেবারে
বিমোহিত তনু মন।
কখনও চড়াই,
কভু উতরাই,
ঝরনা, পাইন বন।
পথের দুধারে
সাজানো বাহারে
কোথাও দোকান পাট।
কোথাও প্রকৃতি
পেল বিস্তৃতি,
সীমাহীন খোলা মাঠ।
রূপের পসরা
দেখে নিতে ঘোরা
এ শিলং, মায়াময়।
প্রকৃতি এখানে
কবিতায় গানে
কানে কানে কথা কয়।
ভাবুক কবিরা
গুণী শিল্পীরা
তাই আসে বার বার,
ভাব রাশি নিয়ে
বাণী রূপ দিয়ে
নামাতে মনের ভার।
ঘর ছেড়ে দূরে
এ পাহাড়ে ঘুরে
অনুভূতি জাগে এই -
রবি ঠাকুরের
প্রিয় শিলংয়ের
শোভার তুলনা নেই।
 ------------