একটি মেয়ে দুষ্টু যেমন তেমনি বড়ই মিষ্টি,
চলায় বলায় নিত্য যে তার নতুন কলার সৃষ্টি।
ঢেউ তুলে যায় মন্দাকিনী
                  ঠিক যেন এক ধায় হরিণী,
রিনিঝিনি নিত্য দিনই নেয় সে কেড়ে দৃষ্টি।
চপল এবং দুষ্টু যেমন তেমনি আবার  মিষ্টি।


ভঙ্গীতে তার রাগ করা ভার এমনি অপার লাস্য।
নেই কো গরল, ভাবটি তরল, চক্ষে সরল হাস্য।
করলেও ভুল যায় না বকা,
                     তার কিসে জিত, কিসেই ঠকা !
বুঝতে গেলে যায় যে খেলে ভাবনা মাথায় পাঁচশো।
ভঙ্গীতে তার রাগ করা ভার এমনি অপার লাস্য।


মন কেড়ে নেয়, কই সাড়া দেয় ! করেই না সে লক্ষ্য।
এই আড়ি এই ভাবটি জমায়, যায় না গড়া সখ্য।
যতই ভাবি, এই মেয়েটি
                     খামখেয়ালী কেমন বেটি !
আনন্দে না উদাস ব্যথায়, যায় ভ'রে হায় বক্ষ।  
মন কেড়ে নেয়, কই সাড়া দেয় !  করেই না সে লক্ষ্য।
                  ---------------------