নিজেকেই যারা সেরা কবি ভাবে
            আমি নই সেই দলে,
ছোট্ট দুখানি কথাকে সাজাতে
             এ লেখনী বেয়ে চলে।
সেই লেখনীতে হয়তো কখনো
             গুরুগম্ভীর ভাব নেই কোনো,
শিশু মন নিয়ে ডেকে বলি শোনো,
             বলি বিনা কৌশলে।
সরল সে কথা ফোটাতে আবেগে
             আমার লেখনী চলে।


নিজেকেই যারা গুণী কবি ভাবে
             ভিড়ব না সেই দলে।
লিখলেও কিছু, ভাবি না, আমাকে
             কত জনে কবি বলে।
আমি গেঁথে যাই কথা টুকিটাকি
             কিছুটা কবিতা, কিছু তার ফাঁকি,
কিছু ভেসে যায়, কিছু বেঁধে রাখি
              হৃদয়ের অঞ্চলে।
লিখলেও কিছু, ভাবি না, আমাকে
             কত জনে কবি বলে।


নিজেকেই যারা জ্ঞানী কবি মানে
             আমি নই সেই দলে।
সে লেখক নই, যার লেখনীটি
             দীপ্ত শিখাতে জ্বলে।
কালে কালে আসে সেই লেখকেরা
             গুণে মানে যারা সত্যিই সেরা,
যায় না কালের বন্ধনে ঘেরা,
             সে প্রবাহ বয়ে চলে।
স্রষ্টা বা কবি, তাদের লেখনী
             দীপ্ত শিখাতে জ্বলে।


নিজেদের কবি শিরোমণি ভাবে
             কত-না কবির দলে।
পাঠকেরা নয়, নিজেরাই তারা
             নিজেদের কবি বলে।
আমি আনমনে ব'সে এক কোণে
             ব্যাকুল হৃদয়ে খুঁজি সে রতনে
মেলে যা নিভৃত ছন্দ সাধনে
             দুর্লভ কোনো পলে।
আনমনে লিখি, চাই না কখনো
             কোনো জয়-মালা গলে।
           ------- x -------