সব অপবাদ, সব অপরাধ ভীরুর মতো সই,
বক্ষে তবু প্রতিবাদের আগুন জ্বলে কই?

বুঝছি তবু দেখছি কোথায় ! দু'চোখ বুজে রই,
ভান করি আর ভালোই সেজে মুখটি গুঁজে রই।

অন্যের উপর অবিচারে কোথায় সরব হই?
কেবল ভাবি, নিজে আমি সেই দলে তো নই।

ভাবতে থাকি, লাভ কী ভেবে আপন কথা বই !
যেমন আছি ঠিক তো আছি, বেশ ক'রে হইচই।

চক্রী ষড়যন্ত্র্রী আছে চারপাশে যে ঐ
গায়ের জোরে টাকার জোরে হচ্ছে যারা জয়ী,

খোলোসধারী তাদের মুখে এমন কথার খই
খুব তলিয়ে ভাবলেও যার যায় না পাওয়া থই,

চতুরভাবে কাড়ছে যারা অগ্রগতির মই
শক্ত হাতে রুখতে তাদের হলাম বা মন্দই।

ভ্রষ্টাচারী মৌলবাদীর দেখছি আতঙ্কই,
তোমার আমার রক্তে তবু আগুন জ্বলে কই? 
          --------- x --------