শব্দ নিয়ে খেলতে গিয়ে
               জব্দ হলে নাকি !
কলম ধরা ছন্দ গড়া
               কাব্য করা ফাঁকি।
শব্দ আছে কানের কাছে,
               ছন্দ নাচে তাতে
ধরলে কলম, পড়লে তেমন
               রসিক কবির হাতে।
শব্দ মুখে, শব্দ বুকে
               তাল ঠুকে যায় হেঁটে
শব্দ উঁচু শব্দ নিচু
               লম্বা এবং বেটে।
শব্দ গাছের পাতায় পাতায়
               মড়মড়িয়ে ওঠে,
পাহাড় থেকে শব্দ হেঁকে
               ঝরনা হয়ে ছোটে।
নীরব স্বরে শব্দ ঝরে
               কোন্ বিরহীর মনে,
গভীর রাতে শব্দ মাতে
               সমুদ্র গর্জনে।
মৌমাছিও গুনগুনিয়ে
               যায় শুনিয়ে ধ্বনি,
ফুলের ভাষা তারার ভাষা
               বোঝে দু'চার জনই।
স্তব্ধ হয়ে ছন্দ মুখর
               শব্দ শোনো সবই
এই জগতে সৃষ্টি স্রোতে
               চাইলে হতে কবি।
           -------------------